কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মফিজুর রহমান মফিজ (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মফিজুর রহমান ইয়াবা বিক্রেতা। ঘটনাস্থল থেকে ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত মফিজুর কাটাখালীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম আকবরের ছেলে। রোববার রাত ১টার দিকে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সম্প্রতি ইয়াবা বিক্রেতা মফিজুরকে আটক করা হয়। মফিজুরের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই মফিজুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে গোলাগুলি থেকে গেলে ঘটনাস্থলে মফিজুরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মফিজুরের মৃত্যু হয়। এ ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই ওয়াহেদ, কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হয়েছেন বলে জানান ওসি।