টেকনাফে আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মফিজুর রহমান মফিজ (৪১) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মফিজুর রহমান ইয়াবা বিক্রেতা। ঘটনাস্থল থেকে ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত মফিজুর কাটাখালীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গোলাম আকবরের ছেলে। রোববার রাত ১টার দিকে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সম্প্রতি ইয়াবা বিক্রেতা মফিজুরকে আটক করা হয়। মফিজুরের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই মফিজুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে গোলাগুলি থেকে গেলে ঘটনাস্থলে মফিজুরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মফিজুরের মৃত্যু হয়। এ ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই ওয়াহেদ, কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হয়েছেন বলে জানান ওসি।