কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর শহরের ক্যাম্প পাড়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত বাবুল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু গ্রামের আলী নুরের ছেলে।
এ ঘটনায় আব্দুল খালেক নামে আরো এক শ্রমিক আহত হয়েছে।
আহত আব্দুল খালেক একই গ্রামের ছালামত বিশ্বাসের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জানান, মহেশপুরে বিদ্যুৎ শক্তিশালী করণ প্রকল্প-২ এর আওতায় বিদ্যুৎ লাইন উন্নয়ন কাজ চলছে।
মঙ্গলবার বিকেলে মহেশপুর শহরের ক্যাম্প পাড়ায় ওই শ্রমিকরা বিদ্যুৎ লাইনের পোলে কাজ করছিল। কাজ করার সময় পোলটি হেলে মাটিতে পড়ে যায়। এ সময় বাবুল হোসেন পোলের তারে উপরে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সব খবর / ঝিনাইদহ / ৬ মার্চ, ২০১৮ / লিমন