ঢাকা অফিস : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা- ২০২০ এর রেজিঃ এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ৩০ এপ্রিল মাদরাসা বোর্ড কর্তৃক সময়সীমা পুনঃনির্ধারনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর রেজিস্ট্রার মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয় বর্ণিত সময়সীমার পর কোনো ক্রমেই আর সময় বর্ধিত করা হবে না। বর্ণিত সময়সীমার মধ্যে কোনো মাদ্রাসার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে।
চট্টলানিউজ/এসআর