জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : প্রগতিশীল লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল তিনটায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে উদীচী, মুক্তিযোদ্ধা সংসদ, গণজাগরণ মঞ্চ, সাংস্কৃতিক বিপ্লবী সংঘসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি দীপক ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম আরজু, অধ্যাপক আবুল হোসেন শিকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, শিক্ষক নেতা কাশিনাথ সরকার, উদীচীর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন, সাবিসের কমল আহমেদ কমল।

বক্তরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে জাফর ইকবালের ওপর হামলার মুল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ৪ মার্চ ২০১৮/ লিটন