চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: খালি পেটে পানের সাথে জর্দার বিষক্রিয়ায় চরফ্যাশন পৌর ৮ নং ওয়ার্ডে মোঃ তানজীম (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। চরফ্যাশন বাজারের ব্যবসায়ী হাজী মোঃ মোহসিনের ছেলে তানজীম চরফ্যাশন সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।
পারিবারিক সূত্র জানায়,তানজীম দুপুরে খালি পেটে পানের সাথে অসাবধানতাবশতঃ অতিরিক্ত জর্দা খায়। এরপরেই সে মারা যায়।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানায়, জর্দার বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, কলেজ ছাত্র তানজীমের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার পিতা মোঃ মোহসিনের আবেদনের প্রেক্ষিতে লাশ পোস্ট মর্টেম না করেই মাটি দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে।
এদিকে তানজীমের পারিবারিক সূত্র জানায়, থানায় লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দেয়ায় তানজীমের জানাজা শেষে বাড়ির দরজার মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
চট্টলানিউজ/এসআর