
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে গতকাল বুধবার দুপুরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, সোহাগ মোল্লা (২০), আজাদ মোল্লা (২০), সজীব সরকার (১৯) এবং রিফাত হোসেন (২১)। এদের বাড়ি উপজেলার ঝিটকা এলাকায়।
হরিরামপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার বেলা একটার দিকে ঝিটকা বাজারের পাশে অবস্থিত খাজা রহমত আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আজম হোসেনকে কলেজের সামনে থেকে ডেকে নিয়ে যান ওই চার তরুণ। এরপর ওই কলেজছাত্রের কাছ থেকে মারধর করে পাঁচ শ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাঁর (আজম) ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ও্ই চার তরুণকে আটক করেন। এরপর তাঁদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ভূক্তভোগী কলেজছাত্র ওই চার ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ মে ২০১৮/ লিটন