ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জাহিদুল হক চন্দন : মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ রফিক সড়কে অবস্থিত সাবিস মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহী, দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন খান সাকিব, সাংগঠনিক সম্পাদক মো: নাদিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বিভিন্ন বয়সি কয়েকশত শিশু কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ মার্চ ২০১৮/ লিটন