চির নিদ্রায় শায়িত হলো শশী

স্টাফ রিপোর্টার : চির নিদ্রায় শায়িত হলো নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত মানিকগঞ্জের তাহিরা তানভীন শশী।

মঙ্গলবার দুপুর দুইটায় সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে নামাজে জানাযা শেষে তাকে সেওতা কবরাস্থানে সমাহিত করা হয়।

তার জানাজায় জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে আম্বুলেন্সে করে তার মৃতদেহ শহরের লঞ্চঘাট এলাকার নিজ বাড়িতে আনা হয়।

লঞ্চঘাট এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক রেজা হাসানের একমাত্র মেয়ে শশী নেপালে বিমান দুর্ঘটনায় নিহত হয়। ওই দুর্ঘটনায় তার স্বামী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের ডা. মোজাম্মেল হকের ছেলে ডা. রেজায়ানুল হক শাওন সিংগাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আইন বিষয়ে স্নাতকোত্তর পড়া শশী স্বামীকে নিয়ে সপ্তম বিবাহ বার্ষিকী পালন করতে নেপাল যাচ্ছিলেন।

সব খবর/ মানিকগঞ্জ / ২০ মার্চ ২০১৮/ লিটন