চরফ্যাশন পৌর শহরে কর্মহীন জেলের মাঝে চাল বিতরণ

শাহাবুদ্দিন শুভ: চরফ্যাশন পৌরসভার কর্মহীন, অসহায় ২২৪ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন পৌরসভায় জেলেদের মাঝে এ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টলানিউজ/এসআর