চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ৫৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

চরফ্যাশন প্রতিনিধি: আসন্ন চরফ্যাশন পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে (পুরুষ) ৩৯ জন ও মহিলা কাউন্সিলর পদে (মহিলা) ৯জন সহ সর্বমোট ৫৩ জন প্রার্থী নির্বাচন অফিসে মনোনয়ন ফরম দাখিল করেছেন৷

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা দলীয় নেতাকর্মী এবং প্রার্থীর সমর্থনে থাকা নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন৷

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম এর দেওয়া তথ্য মতে মেয়র প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোঃ মোরশেদ, বিএনপি থেকে সিকদার মোঃ হুমায়ন কবির, জাতীয় পার্টি (এরশাদ) থেকে মোঃ তরিকুল ইসলাম চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে
মোঃ আবু ইউসুফ, স্বতন্ত্র থেকে মীর মোঃ শরীফ হোসেন৷

কাউন্সিলর প্রার্থী (পুরুষ) পৌরসভা ১নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন মাতাব্বর, মোঃ আবুল খায়ের নাজু পন্ডিত ও ফকরুল আলম৷ ২নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম কিষান, মোঃ মফিজ, সাজ্জাদ হাওলাদার ও রফিকুল ইসলাম৷ ৩নং ওয়ার্ডে আঃ মতিন মোল্লা, মোঃ মঞ্জু বাতান, মোঃ নয়ন, রেজাউল হাসান, মোঃ শরীফ ও মোঃ আজাদ উদ্দিন হাওলাদার৷ ৪নং ওয়ার্ডে মোঃ আকতারুল আলম সামু, তাপস চন্দ্র দাস, শাহ মঞ্জুর হোসন হারুন, মোঃ মেহেদী হাসান কালু ও মোঃ আবুল কাশেম৷ ৫নং ওয়ার্ডে আকবর হোসেন হাওলাদার, মোঃ গিয়াস উদ্দিন, একেএম জাহিদ হোসেন সেলিম ও মোঃ জয়নাল আবেদীন৷ ৬নং ওয়ার্ডে মোঃ কাজী মনির হোসেন, মোঃ সালাউদ্দিন, জেড এফ তিতুমীর৷ ৭নং ওয়ার্ডে মোস্তাহিদুল হক তানভীর, তরিকুল ইসলাম মিলন ও মোঃ আলী৷ ৮নং ওয়ার্ডে মোঃ মোশারেফ হোসেন মুন্না, মোঃ জাহিদুল ইসলাম রাসেল, মোঃ মোস্তফা, মোঃ মাকসুদুর রহমান, মোঃ তোহা ও মোঃ ছিদ্দিকুর রহমান মোক্তাদী৷ ৯নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান মনজু মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ ছালাউদ্দিন, মোঃ আবদুল করিম মুন্সী ও মোঃ কামাল উদ্দিন৷

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে ফাতেমা খাতুন, ফরিদা পারভীন ও সুফিয়া খাতুন৷ ৪,৫,৬ নং ওয়ার্ডে রেজওয়ানা পারভীন ৭,৮,৯ নং ওয়ার্ডে হোসনে আরা বেগম, খাদিজা বেগম, জাহানারা বেগম, নাজমা বেগম ও কামরুন্নাহার মনোনয়ন ফরম দাখিল করেছেন৷ ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টলানিউজ/এনএ