চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। অনুষ্ঠানে চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ)মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, সুপ্রীমকোর্ট ল’ইয়ার্স অব ভোলা ও চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ পারভেজ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কুলসুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপারবমাওলানা মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে এডভোকেট পারভেজ হোসেন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা স্পোর্টস ক্লাবে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।