নাফিছ পাটোয়ারী: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক (ভোক্তা) মোঃ মাহমুদুল হাসান শশীভূষণ থানা পুলিশের সহযোগিতায় চরফ্যাশন শশীভূষণ থানার আনজুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন। ২৫ আগস্ট বিকাল পৌনে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনি আনজুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ৩টি ওষুধের ফার্মেসি যথাক্রমে মিজান মেডিকেল হল, সুজন মেডিকেল হল ও বিউটি ওষুধের দোকান থেকে”ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে” ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।