চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ ব্যবসায়ী দণ্ডিত

শাহাবুদ্দিন শুভ: চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযানে ১৭ ব্যবসায়ীর নিকট থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে চরফ্যাশন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় করোনাকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় মালামালের দাম বৃদ্ধি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেয়ার অপরাধে ১২ জন ব্যবসায়ীর নিকট থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ ৩০ এপ্রিল বেলা দেড়টায় চরফ্যাশন বাজারে ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।

চরফ্যাশন ভূমি অফিসের স্টাফ মোঃ আজাদ জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ৫ জন ব্যবসায়ীর নিকট থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও একটি হোটেলের খাবার জব্দ করে উত্তর মাদ্রাজ আকিমা খাতুন এতিম খানার এতিমদের মাঝে বন্টন করা হয়।
চট্টলানিউজ/এসআর