মাইনুদ্দিন জমাদার: ভোলার চরফ্যাশনের চরকলমীর চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ ও নজরুল নগরের জনতা বাজারে পৃথক সংঘর্ষে প্রধান শিক্ষক সহ ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশনের চরকলমীর চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় ৩০এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টায় জমি সংক্রান্ত বিরোধে ইউপি সদস্য রহিমা বেগমের স্বামী মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ১৫/২০জন আনজুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজল ইসলামের আত্মীয় হারুনের উপর হামলা চালায়। এসময় হারুনকে উদ্ধারে এগিয়ে আসলে হামলাকারীরা প্রধান শিক্ষক রফিজল ইসলাম (৫৫), স্ত্রী পারভিন বেগম (৫০), ছেলে রিয়াজ (৩২), ভাই সফিজল ইসলাম (৫০), মেয়ে ইভা (২৪), বশির (৪০) ও খোকনকে (৩৮) পিটিয়ে আহত করে এবং রফিজল ইসলামের বসতঘর ভাংচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তুচ্ছ ঘটনায় নজরুল নগরের জনতা বাজারে স্থানীয় ইউপি সদস্য সালিশ বৈঠক ডাকেন। এসময় হানিফ চৌকিদার ও মোঃ জুয়েলের নেতৃত্বে ১৫/২০জন অতর্কিতে হামলা চালায়। হামলায় কুলসুম, নয়া বিবি, তছির ফরাজী, বাবুল ফরাজী, নান্নু ফরাজী, মামুন ও রাসেল ফরাজী আহত হয়েছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, আজ শুক্রবার ১ মে সংঘর্ষস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চট্টলানিউজ/এসআর