মনির আসলামী: জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠান কর্তৃক পুষ্টি দিবসে করোনায় কর্মহীন, দরিদ্র ও অসহায় ৬০ জন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
ডাঃ শোভন কুমার বসাক চট্টলানিউজকে জানায়, এ খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টলানিউজ/এসআর