চরফ্যাশনে এমপি জ্যাকবের পক্ষে আ’লীগ নেতা মোর্শেদ মিয়ার খাদ্য বিতরণ

নাফিছ পাটোয়ারী: সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র পক্ষ থেকে করোনায় কর্মহীন ও অসহায় নেতা-কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র এসএম মোর্শেদ মিয়া এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে নেতা-কর্মীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল ১০টায় এসএম মোর্শেদ মিয়ার নিজস্ব কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরল করেন। এ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভী চৌধুরী সহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টলানিউজ/এসএস