জামাল মোল্লা : চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ড ও জিন্নাগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মহীন ও দরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, লবন, সাবান, ছোলা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভীর নেতৃত্বে আজ ২ মে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
জানা গেছে, ছাত্রলীগ নেতারা দরিদ্র পরিবারের বাসা বাড়িতে গিয়ে নিজ হাতে শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এতে ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যাতে দরিদ্র ও কর্মহীন মানুষগুলোতে অনাহারে থাকতে না হয় সেজন্য দু’দফায় ২৫ লাখ করে ৫০ লাখ টাকা অনুদান দেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। দুই ধাপে তিনি চরফ্যাশন ও মনপুরাবাসীর জন্য ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেন। ব্যক্তিগত তহবিল থেকে মনপুরায় ও চরফ্যাশনের মানুষের জন্য এ টাকা প্রদান করেন তিনি।
চট্টলানিউজ/এসআর