মনির আছলামী: করোনা প্রাদুর্ভাবে জিন্নাগড় ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ৫২৩ জন জেলের মাঝে ত্রাণের চাল বিতরণ শুরু করেছেন জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া। গতকাল শনিবার ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে চাল বিতরণ শুরু করলেও ৩ দিন এ বিতরণ কাজ চলবে।
জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বশিরুল ইসলাম চট্টলানিউজকে জানান, জিন্নাগড় ৯টি ওয়ার্ডে ৫২৩জন জেলের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হবে। শনিবার ১, ২ও ৩নং ওয়ার্ডে, আজ রবিবার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ও আগামীদিন সোমবার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।
প্রতি জেলেকে ৪০ কেজি করে চাল দিচ্ছেন। এ সময় ট্যাগ অফিসার মোঃ কামাল উদ্দীন ও পরিষদের সচিব মোঃ বশিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
চট্টলানিউজ/এসআর