
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন আসকার দীঘির পাড় বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন আসকার দীঘির পশ্চিম পাড়ে লোকনাথ মন্দির ও আশপাশের কাঁচা ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।