
চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় রাশেদা আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মো. আমির হোসেনের স্ত্রী।
মীরসরাই থানার এসআই মাহফুজুল আলম জানান, মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার রাশেদাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটি পালিয়ে গেছে।