চট্টগ্রামে নিখোঁজের একদিন পর অহিদুল ইসলাম বাবুল নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী নসু মালুম জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলার সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই মার্কেটের নিচতলায় তার একটি কুলিং কর্নার রয়েছে। অহিদুল পূর্ব মাদারবাড়ী নসু মালুম জামে মসজিদ এলাকার বাসিন্দা।
তার ছেলে আবরার উল ইসলাম বলেন, ‘গত শুক্রবার ঘুম থেকে উঠে বাবাকে বাসায় পাইনি। পরিবারের লোকজন মনে করেছে, তিনি দোকানে গেছেন। দুপুরে একটি দাওয়াত ছিল। সেখানে যাওয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। কারও ফোন রিসিভ না করায় দোকানে যাই। সেখানে গিয়ে দেখি দোকান বন্ধ। খোঁজাখুঁজির পর না পেয়ে শনিবার সকালে থানায় জিডি করেছি। এর কিছুক্ষণ পর বাবার লাশ পাওয়া গেছে বলে খবর পাই।’
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) নোবেল চাকমা বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মার্কেটটির দোতলা থেকে তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি বাঁধা আছে। বাঁ হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহটি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু দেহ ঝুলন্ত অবস্থায় পাইনি। মৃতদেহটি কারা নামাল, সেটি একটি প্রশ্ন। আবার কেউ গলায় রশি পেঁচিয়ে খুন করে মৃতদেহ ফেলেও যেতে পারে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’