চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নেতাকে ধরে নিয়ে গেছে পুলিশ

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চকবাজার এলাকা থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ওই শিক্ষার্থীর নাম এরশাদুল ইসলাম। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক।

চকবাজার থানার ওসি নেজাম উদ্দিন জানান, এরশাদুল কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু এখন তো সে আন্দোলন নেই। তবে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা যাচাই করতে থানায় আনা হয়েছে।

তিনি বলেন, এরশাদকে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের এক পক্ষ নিজেদের কর্মী দাবি করছে, আবার অন্য পক্ষ দাবি করছে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।