স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার ঘোস্তা দিদার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম পাঠান, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২২ জানুয়ারি ২০১৮/ লিটন