স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাইসাইলে নিয়ে ধান বিক্রি উদ্দেশ্যে হাটে যাওয়ার পথে ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাদেশসাম মন্ডল (৬০)উপজেলার নালী ইউনিয়নের মৃত যাদেব মন্ডলের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাগেছে, বাদেশসাম সকালে বাইসাইকেল যোগে একবস্তা ধান নিয়ে তরা হাটে যাচ্ছিলেন। পথি মধ্যে বানিয়াজুরী বাসষ্ট্যান্ড এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী পশুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকা মাথায় ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে ঘিওর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সব খবর/ মানিকগঞ্জ/ ৬ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন