স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইয়ামিন উদ দৌলা জানান, বিকেল ৪ টার দিকে নবীনগর থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন