স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়ের পক্ষে কম্বল বিতরণ করেন তার সহধর্মীনি ফারহানা রহমান হ্যাপি কম্বল বিতরণ করেন।
এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা আ’লীগের সভানেত্রী নীনা রহমান,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মহিদুর রহমান সূর্য, উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক আসাদুর রহমান মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম সানভিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় এক হাজার দু:স্থ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ঘিওর/ ২৭ জানুয়ারি ২০১৮/ লিটন