ঘিওরে ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে বুধবার রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ১০-১২ জন ডাকাত সদস্যরা হেলাচিয়া গ্রামে ডাক্তার উমেশ চন্দ্র সরকারের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত সদস্যরা মুখোশ পরিহিত ছিল। ওই বাড়িতে ঢুকে ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ চার হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বুধবার ছিল বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান। এ উপলক্ষে বাড়িতে বেশ কয়েকজন আত্মীয়-স্বজন ছিল। মুখোশ পড়া ডাকাতের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তাঁর বোন ও ভাগিনীর কাছ থেকে এক ভড়ি ১৪ আনা স্বর্ণালঙ্কার ও আলমারিতে রাখা চার হাজার টাকা লুট করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এখনো কেও লিখিত অভিযোগ দেয়নি।

সব খবর/ মানিকগঞ্জ/ ৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন