গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে ঐহিত্যবাহী গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, প্রথম মহিলা জিপি সেলিনা খান, মাইনারটেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, এ্যাডভোকেট আনোয়ার হোসেন শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী স্থপতি সাইফুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  প্রমুখ।

এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে      বিদ্যালয়ের শিক্ষার্থী , সাবিস ও উদীচীর শিল্পীরা সংগীত  পরিবেশন করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ সিংগাইর/ ২০ জানুয়ারি ২০১৮/ লিটন