গাজীপুর প্রতিনিধি : দ্বিগুণের বেশি ভোট পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয় পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
মোট ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬ কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
বড় ধরনের সহিংসতা ছাড়াই দেশের সবচেয়ে বড় এ সিটি করপোরেশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
কাউন্সিলরদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়া ছাড়া আনন্দমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহিংসতা ও জালভোটের ঘটনায় ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সব খবর/ গাজীপুর/ ২৭ জুন ২০১৮/ লিটন