স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়ায় গলায় ফাঁস দিয়ে পাপিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে সে আত্মহত্যা করে। বিকেল ৩ টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত পাপিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ছামাদের মেয়ে। সে সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল।
প্রতিবেশী সোরহাব মিয়া জানান, পাপিয়া ও তার বাবা- মা একই ইউনিয়নের শিমুলতুলি গ্রামের নানার বাড়ীতে থাকতো। শনিবার ক্লাস শেষে বাড়ী ফিরে সবার অজান্তে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
তবে, স্থানীয়দের ধারনা প্রেম ঘটিত কোন বিষয়েই সে আত্মহত্যা করেছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২১ এপ্রিল ২০১৮/ লিটন