স্টাফ রিপোর্টার : প্রায় দেড় মাসেও খোঁজ মেলেনি দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি ওবায়দুর রহমানের। গত ১৫ ফেব্রুয়ারি যশোর মণিহার সিনেমা হল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা শাখার সাথে জড়িত।
নিখোঁজ ওই সাংবাদিক ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।
এদিকে দেশ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এম ওবায়দুর রহমানের নিখোঁজ হওয়াকে পুঁজি করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।
এ ব্যাপারে মানিকগঞ্জ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি লাবিবউদ্দিন আহম্মেদ লাবু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি খুলনায় বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে যশোর মণিহার সিনেমা হল এলাকার একটি পেট্রল পাম্প এলাকা থেকে খাদ্যবিরতির সময় থেকে নিখোঁজ হন ওবায়দুর রহমান। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, নিখোঁজের পরিবার প্রতারণার শিকার, এটা খুবই দুঃখজনক। তবে সংবাদের সত্যতা যাচাই না করে তাদের টাকা পাঠানো ঠিক হয়নি। প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের মোবাইল নম্বর শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ মার্চ ২০১৮/ লিটন