খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের প্রধান সহায়ক – দূর্জয়

dir="auto">
কামরুল হাসান খান:  শিক্ষার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। তাই  জাতীয় জীবনে এর গুরুত্ব বাড়াতে সকলকে ভূমিকা রাখতে হবে।
শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক , মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।
এসময় জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য মো:আব্দুল খালেক বিএসসি,  সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা  বিষয়ক  সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,ঘিওর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সহ-সভাপতি আতোয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম, ঘিওর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ বেপারী,ঘিওর উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী,শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকিরসহ আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এাডভোকেট মেহের উদ্দিন জিপিএর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সামনে নির্বাচন।তাই সকলকে তৃণমূল পর্যায়ে নৌকার বিজয় নিশ্চিত করতে নিজেদের নিয়োজিত করতে হবে। দেশের উন্নয়ন সম্পর্কে প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে এর বার্তা পৌছে দিতে হবে।দেশে  স্বাধীনতা বিরোধী শক্তিকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।এরজন্য চাই সম্মিলিত জনমত।তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করারবআশাবাদ ব্যক্তক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনমনায় সকলের দোয়া কামনা করেন।
এর আগে  উপজেলার কলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন,উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন এবং পরে ঘিওর উপজেলার বানিয়াঘোনায় বাহের শাহ্এর স্মরনে ওরস মোবারক,পয়লা ইউনিয়ন আ’লীগ আয়োজিত বর্ধিত সভা এবং নন্দীরবাধায়   আফতাব পাগলার স্মরনে আয়োজিত ওরসে প্রধান অতিথি হিসেবে যোগদেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২১ জানুয়ারি ২০১৮/ লিটন