
স্টাফ রিপোর্টার : বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দৌলতপুর, শিবালয় ও ঘিওর উপজেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার নূরুল ইসলাম জানান, ক্রীড়া অফিসের উদ্যোগে ২০১৭-১৮ আর্থিকসালে ওই তিনটি উপজেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১০ টায় দৌলতপুরে ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতিমা। দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার রেজাউল করিম।
১৯টি ইভেন্টে ৩৮ জন ছেলে ও ৫৩ জন মেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলেদের বড় গ্রুপে পিএস উচ্চ বিদ্যালয়ের রকি ৩টি ইভেন্টে ১ম স্থান অধিকার করে। মেয়েদের ছোটগ্রুপে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভা আক্তার ৩টি ইভেন্টে ১ম স্থান অধিকার করে।
এদিকে, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ প্রধান অতিথি হিসেবে শিবালয়ে হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উথলী কেন্দ্রীয় আ:গনি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতার উদ্দিন।
অপরদিকে, ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় রাগবি প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৫ জানুয়ারি ২০১৮/ লিটন