কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে যে দল

ডেস্ক রিপোর্ট : ৩২ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ২৪টি দল। বাকি ৮টি দল নিয়ে আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা। দ্বিতীয় রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে কোন কোন দল তার তালিকা দেওয়া হলো।

কোয়ার্টার ফাইনালের সূচি :
৬ জুলাই, রাত ৮টা, ফ্রান্স-উরুগুয়ে, নিঝনি নভগোরদ স্টেডিয়াম

৬ জুলাই, রাত ১২টা, ব্রাজিল-বেলজিয়াম, কাজান এরেনা

৭ জুলাই, রাত ৮টা, সুইডেন-ইংল্যান্ড, সামারা এরেনা

৭ জুলাই, রাত ১২টা, রাশিয়া-ক্রোয়েশিয়া, ফিশ্ট স্টেডিয়াম।

সব খবর/ ঢাকা/ ৪ জুলাই ২০১৮/ লিটন