স্টাফ রিপোর্টার : মধ্যম আয়ের দেশ হতে উন্নত দেশ গঠনে উৎপাদন বাড়াতে কৃষিখাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে সরকার। বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষি যন্ত্রাংশ সরবরাহ ও সার-কীটনাশক অতি সহজলভ্য হয়েছে। তাই দেশের উন্নয়নে কৃষিকাজের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের তেওতা একাডেমী মাঠে কৃষিসম্প্রসারন বিভাগ আয়োজিত কৃষকদের অংশগ্রহনে গ্রামীণ ঐতিহ্য লোকজ ও সাংস্কৃতিক বিষয়ক কর্মশালা “কৃষক ও বিনোদন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোমিন উদ্দিন খান, থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিকাশ সাহা, সাধারন সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো:আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগের আহবায়ক অসিউর রহমান সিকো, উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:সেলিম রেজাসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ এপ্রিল ২০১৮/ লিটন