কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আক্তার হোসেনসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য ২ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আজ ভোরে সড়ক দুর্ঘটনায় হাইওয়ের পুলিশের এএসআই আক্তার হোসেনসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।