কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণ হয়ে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সলমান (১৩) কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে, হাকিম (২৬) একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে, নাইম (১৮) চোর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ও শফিক (২৪) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। দগ্ধ আরেক জনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার গণমাধ্যমকে জানান, আজ শনিবার সকালে কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাজিদপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সলমান, হাকিম ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।