চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভোলার চরফ্যাশনে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। সংক্রমণ ঠেকাতে দোকান পাট বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যে ব্যবসায়ীরা দোকান খোলা রেখে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ২১ এপ্রিল দোকান খোলা রাখার অভিযোগে শশীভূষণ ও চরফ্যাশন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮ ব্যবসায়ীকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা ও ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
চরফ্যাশন ভূমি অফিসের স্টাফ মোঃ আজাদ জানায়, মঙ্গলবার ২১ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহামুদ শশীভূষণ বাজারে অভিযান চালিয়ে ১৭ ব্যবসায়ীকে ৮৯ হাজার টাকা ও চরফ্যাশন বাজারে ১ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ১৮ ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক ১৮টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টলানিউজ/এসআর