করোনা পরিস্থিতিতে অপরাধ ঠেকাতে চরফ্যাশন থানার ওসির জরুরি বার্তা

চরফ্যাশন, (ভোলা) প্রতিনিধি : করোনা ভাইরাসের বিস্তৃতির মধ্যে কিছু অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জনগণকে প্রতারিত করতে পারে মর্মে এলাকাবাসীর জন্য সতর্কবার্তা জারি করেছেন চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন।

জারিকৃত বার্তায় তিনি জানান, চরফ্যাশন উপজেলা বসবাসরত সম্মানিত জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কোন ব্যক্তি যদি মুখ বাধা বা পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়িতে, দোকানে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না।

এছাড়াও এরূপ কোন বিষয় আপনাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক মোবাইল ফোনে ০১৭১৩৩৭৪৩০৫ নম্বরে বা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

ইদানিং দেশের বিভিন্ন এলাকা থেকে জানা যাচ্ছে, কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টায় নেমেছে।

চরফ্যাশন উপজেলার পুলিশ সর্বদা আপনাদের নিরাপত্তা বিধানে আপনাদের পাশে। চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।

চট্টলানিউজ/এসআর