কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে হাসপাতালে

দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কবি হেলাল হাফিজের ভাতিজি রিনি। জানা গেছে, স্বাভাবিক খাবার খেতে না পারা, শারীরিক দুর্বলতা ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন এ কবি। বুধবার সারা দিন বিভিন্ন ধরনের পরীক্ষার পর সন্ধ্যা থেকে তাকে ওষুধ দেওয়া হচ্ছে।

কবির শরীর দুর্বল হওয়ায় সব ওষুধ একসঙ্গে না দিয়ে ধীর গতিতে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া একজন চেস্ট স্পেশালিস্ট বৃহস্পতিবার তার পরীক্ষা করবেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কবি হেলাল হাফিজকে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম নেন প্রতিভাবান কবি হেলাল হাফিজ।

প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই তুমুল জনপ্রিয়তা পান কবি হেলাল হাফিজ। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।