একশ’ পেরোতেই অলআউট পাকিস্তান

ট্রেন্ট ব্রিজের উইকেট নাকি নিঁখাদ ব্যাটিং সহায়ক। পিচ রিপোর্ট অনুযায়ী, চারশ’ রানের আভাস ছিল। সেই রান তাড়া করে জেতাও নাকি সম্ভব! পাকিস্তানের মাথায় হয়তো তাই দ্রুত রান তোলার চাপ ছিল। সেটাই কাল হলো তাদের। দ্রুত রান তুলতে গিয়ে ১০৫ রানেই অলআউট পাকিস্তান! এখন দেখার বিষয় ওই রান তুলতে ওয়েস্ট ইন্ডিজ কত সময় নেয়।

উইকেটে সামান্য ঘাষ ছিল। তবে খুব বেশি বোলিং সহায়ক ছিল না। শুরুতে পেসাররা একটু সুবিধা পেতে পারেন সেই চিন্তায় শুরুতে বোলিং নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। দলের ১৭ রানে প্রথম আউট হন ইমাম-উল হক। এরপর ৩৫ এবং ৪৫ রানে ফেরেন ফখর জামান এবং হারিস সোহেল। তারা আউট হতেই ব্যাটিংয়ের বাঁধ ভেঙে যায় পাকিস্তানের।

দলের ৬২ রানে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেন বাবর আযম। এরপর ৭৫ থেকে ৮৩ রান; আট রানের ব্যবধান। এরমধ্যে আরও চার উইকেট হারায় ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান। মাত্র ২১.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২২ করে রান করেন ফখর জামান এবং বাবর আযম। নয়ে নামা ওয়াহাব রিয়াজ করেন তৃতীয় সর্বোচ্চ ১৮ রান।