তিথি আফরোজ
জল পতনের শব্দে
চোখ খুলে যায় ঘুমের
ছুঁয়ে যায় অতঃপর… ঘোরগ্রস্ত ঘ্রাণের একটা জীবন
প্রথম প্রেমের মতো অশরীরী স্পর্শ বুকের ডান বাম করে নেমে যায় জলে
তখন কাল বৈশাখীর মোহ পাকা ধানের পতনে ব্যস্ত
অথচ গভীর স্নেহে কৃষক এক একটি পূর্ণিমার মৃত্যু দেখেছে; গুনেছে অমাবস্যার অন্ধপাত। তারপরও বুকের আশা লুট হয়ে যায় এভাবেই… বেহায়া বাতাসে।
তবুও আম্রকাননে মুকুল ফোটে; নিশ্চিত মৃত্যু জেনেও
শিউলি জ্যোৎস্নায় স্নান করে;
ভেঙে যাবে ঘুম
জেনেও চোখে এসো,
আমরা ঘুমাবো উজ্জীবনের ঘুম…