ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়ায় জেলা প্রশাসনের সভা

শহিদুল ইসলাম : আসন্ন ঈদুল আযহায় পাটুরিয়ায় ঘাট যোগে ফেরি ও লঞ্চে সুষ্ঠুভাবে যাত্রী-যানবাহন পারাপার ও আইন-শৃক্ষলা সংক্রান্ত এক বিশেষ সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়।

পাটুরিয়াস্থ জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ ‘মোহনায়’ অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক এসএম ফেরদৌস সভাপতিত্ব করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্পর্শকাতর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে ছোট-বড় ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ। ঈদের আগে-পরে ৬ দিন এ রুটে পণ্যবাহী ট্রাক-লড়ি পারাপার বন্ধ থাকবে। এছাড়া, আরিচা-কাজিরহাট রুটে যাত্রী পারাপার সহজতর করার লক্ষ্যে চলাচল করবে প্রয়োজনীয় সংখ্যক লঞ্চ-স্পিডবোট দাবি সংশ্লিষ্ট বিভাগের।

সভায় নৌ-পরিবহন মন্ত্রনালয়ের পরিকল্পনানুযায়ী ফেরি-লঞ্চ ঘাটসহ টারমিনাল এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, গাড়ি পার্কিং ও সিরিয়াল ব্যবস্থা নিয়ন্ত্রণ, পুলিশ টহল, সড়ক ও নৌপথে পরিবহনে অতিরিক্ত যাত্রীবহন ও ভাড়া আদায় রোধ, মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি, ইজিবাইক, মাহিন্দ্র এবং নৌপথে রাতের বেলায় পণ্যবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড ইত্যাদি চলাচল বন্ধ, অপেক্ষামান যাত্রীদের রাতের বেলায় নিরাপত্তা নিশ্চিত করণ, প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী শৌচাগার স্থাপনসহ ঘাট এলাকায় সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের জন্য নবাগত জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ আগষ্ট ২০১৮/ নিউজ ডেস্ক