কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিউটি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ৯৮ পিচ ইয়াবা ও ২২ বোতল ফেন্সিডিলসহ বিউটিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
সব খবর/ ঝিনাইদহ/ ৩ এপ্রিল ২০১৮/ লিটন