ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

পার্থ হাসান, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলায় এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা।

বুধবার সকালে পুলিশ উপজেলার ছন্দহ গ্রামের সড়কের পাশে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ হোসেন প্রামানিক (২৩) উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুল হান্নান প্রমানিকের ছেলে।

সাঁথিয়া থানার অফিসার ইনর্চাস হাসান ইনাম জানান, বুধবার সকালে স্থানীয়রা উপজেলার ছন্দহ গ্রামের সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত ফিরোজের স্বজনেরা এসে সেটা ফিরোজের মরদেহ বলে সনাক্ত করেছে। পরে পুলিশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়না তদন্তেরর জন্য পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

ওসি আরো জানান কারা কি কারনে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে তাকে মঙ্গলবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে গেছে দূর্বৃত্তরা।নিহত ফিরোজ প্রমানিক এর পিতা হান্নান প্রামানিক বাদী হয়ে সাথিয়া থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে।

সব খবর/ পাবনা/ ২৫ এপ্রিল ২০১৮/ লিটন