ঢাকা অফিস: ইএফটি’র মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক বেতন প্রাপ্তির বিরুদ্ধে জমিয়াতুল মোদাররেসিনের ষড়যন্ত্রের প্রতিবাদে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) বুধবার ২৬ মে রাত ৯টায় এক ভার্চুয়াল প্রতিবাদ সভার আয়োজন করে। স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আবু নাঈম মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাওলানা নুর বখত, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান মহব্বত, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ জালালি, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা ডক্টর রেজওয়ান, অধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন,অধ্যক্ষ নাজমুল ইসলাম, অধ্যক্ষ নুরুল ইসলাম ফারুকী, অধ্যক্ষ মাওলানা মুনির হোসেন, অধ্যক্ষ আবদুস শুকুর মোল্লা, অধ্যক্ষ আসাদুজ্জামান, উপাধ্যক্ষ সালাউদ্দিন মোহাম্মদ তারেক, অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম ওসমানী, অধ্যক্ষ এ কে সাইফুল্লাহ, উপাধ্যক্ষ জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের দুর্দশা লাগবে শিক্ষা বান্ধব শেখ হাসিনা সরকার ডিজিটাল সিস্টেমে ইএফটি’র মাধ্যমে তাদের বেতন যার যার একাউন্টে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী অধীর আগ্রহে ইএফটি’র মাধ্যমে তাদের বেতনের টাকা পাবার জন্য অপেক্ষা করছে। সে মুহুর্তে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল সামসদের সন্তানদের নেতৃত্বাধীন সংগঠন জমিয়াতুল মোদাররেসিনের সাধারণ সম্পাদকের প্রকাশ্যে ইএফটি’র বিরুদ্ধে অপপ্রচার কোনভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা ইএফটি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক বক্তব্যের জন্য অবিলম্বে মোদাররেসিনের নেতৃবৃন্দকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান। অন্যথায় দেশের শিক্ষক সমাজ মোদাররেসিনের নেতৃবৃন্দকে সারা দেশে অবাঞ্ছিত করবে।