ইউএস বাংলার হোটেল ফ্রি অফার

ঢাকা: বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষ্যে দিচ্ছে বিশেষ প্যাকেজ। এর মধ্যে বিভিন্ন রুটের টিকিটে  রয়েছে নানা ছাড়। আবার টিকিটের সঙ্গে রয়েছে হোটেল ফ্রি অফার ।

বৃহস্পতিবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলার উদ্বোধন করেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। শেষ হবে শনিবার।

ইউএস বাংলার মার্কেটিং এক্সিকিউটিভ রকিবুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সিঙ্গাপুর, মালেশিয়া ও ব্যাংককে দুটি টিকিট কিনলেই দুই রাতের জন্য ৩ তারকা হোটেল সুবিধা ফ্রি। এসব সুযোগ সুবিধা পেতে মেলাতেই টিকিট কিনতে হবে।ইউএস বাংলায় ব্যাংকক ভ্রমণ করলে টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। সিঙ্গাপুর বা মালেশিয়া ভ্রমণ করলে ২০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ এবং ঢাকা-কলকাতা রুটে দেয়া হচ্ছে ১০ শতাংশ ছাড়।

সব খবর / ঢাকা / ৩০ মার্চ ২০১৮ /