আ.লীগ নির্বাচনকে গুরুত্ব দেয়, বিএনপি করে মনোনয়ন বাণিজ্য : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে গুরুত্ব দেয়। আর বিএনপি নির্বাচনকে খেলা হিসেবে নেয়, তারা মনোনয়ন বাণিজ্য করে। এজন্য পরাজিত হয়।

সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সরকার কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে তাকে খুঁজছে- বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্যের বিষয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, এসব পাগলের প্রলাপ বকে জনগনের মাঝে অবস্থান তৈরি করা যাবে না।

তিনি বলেন, এই সরকারের ভীত অনেক শক্ত। বিএনপির আস্থা জনগন নয়, বিদেশি ষড়যন্ত্রই তাদের আস্থা। আর আওয়ামী লীগের আস্থা জনগন। জনগন যতদিন পক্ষে আছে ততদিন কোনো ষড়যন্ত্র করে এই সরকারকে টলানো যাবে না।

এ সময় বিদেশিদের কোনো চাপের কাছে নতি শিকারের দল আওয়ামী লীগ নয় বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।