আসাদগেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ গেটের আড়ংয়ের সামনের মোড়ে রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল দ্রুত পার হচ্ছিল। একই সময় আসাদ গেট এলাকা থেকে একটি ট্রাক এসে ওই মোড়টি পার হওয়ার চেষ্টা করে। তখন মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যায় এবং ট্রাকটি মোটরসাইকেলের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।