আরাভ খানের সাথে সাবেক পুলিশ কর্মকর্তার সম্পর্ক আছে কি না পুলিশ তদন্ত করছে : আইজিপি

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ দেওয়া হয়েছে। সেটি ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একইসঙ্গে তিনি বলেছেন, হত্যা মামলার আসামি আরাভ খানের সাথে সাবেক পুলিশ কর্মকর্তার সম্পর্ক আছে কি না তা পুলিশ তদন্ত করছে।

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় উপস্থিত ছিলেন।

হত্যা মামলার আসামি আরাভ খানের সাথে সাবেক এক পুলিশ কর্মকর্তার সম্পর্ক আছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘অভিযোগটি পুলিশ তদন্ত করছে। আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল গ্রহণ করেছে।’

এছাড়া রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ বিষয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনী কাজ করছে। দেশে যেখানে অপরাধ হচ্ছে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান আইজিপি।